- সেপ্টেম্বর ২৭, ২০২৫
- শীর্ষ খবর
- 12

নিউজ ডেস্কঃ সিলেটে সিএনজি চালিত অটো রিক্সা, কার ও মাইক্রোবাস ভাংচুর এবং শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে শ্রমিক সমাবেশ আহবান করেছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা সিএনজি ৭০৭ সভাপতি মোহাম্মদ জাকারিয়া আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন।
জানা যায়, অন্যান্য দাবিদাওয়ার পাশাপাশি ব্যাটারিচালিত রিক্সার চলাচল বন্ধ করার দাবিও এ সমাবেশে জানানো হবে।
সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ শ্রমিকদের আহবান জানিয়েছে, সমাবেশকে সফল করতে সকল স্তরের পরিবহন শ্রমিকদের গাড়ি চালনা বন্ধ রেখে এতে যোগ দেওয়ার জন্য।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, একতাবদ্ধভাবে প্রতিবাদ ও দাবি আদায়ের মাধ্যমে শ্রমিক অধিকার রক্ষা করা সম্ভব।