• সেপ্টেম্বর ৩০, ২০২৫
  • জাতীয়
  • 6
যেকোনো সময় আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার হতে পারে: ড. মুহাম্মদ ইউনূস

নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। এমনকি তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি। কেবল তাদের রাজনৈতিক কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোন সময় আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার হতে পারে।

তিনি বলেন, “আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল। তবে কার্যক্রম স্থগিত থাকায় তারা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না। যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা হতে পারে।”

সাংবাদিক মেহদি হাসানের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। তিনি বলেন, “কে নির্বাচনে অংশ নিতে পারবে সেটা নির্বাচন কমিশনের এখতিয়ার। তারা নির্বাচন পরিচালনা করছে, সুতরাং তারাই সবচেয়ে ভালো বলতে পারবে।”

তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগের সমর্থকরা ভোটার হিসেবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে ভোটে আওয়ামী লীগের নিজস্ব প্রতীক ব্যবহার করা যাবে না।

ড. ইউনূস আওয়ামী লীগের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে বলেন, “তারা নিজেদের রাজনৈতিক দল বলে দাবি করলেও রাজনৈতিক দলের মতো আচরণ করতে ব্যর্থ হয়েছে। তারা মানুষ হত্যা করেছে, অথচ কোনো দায়ভার নেয়নি। উল্টো সবসময় নিজেদের কর্মকাণ্ডের দায় অন্যের ওপর চাপিয়েছে।”

২৯ সেপ্টেম্বর প্রকাশিত এই সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা নিয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করতেই নির্বাচন কিছুটা পিছিয়েছে। একইসঙ্গে রোহিঙ্গা সংকট নিয়েও তিনি মতামত প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।