• সেপ্টেম্বর ৩০, ২০২৫
  • শীর্ষ খবর
  • 7
সিলেটে আওয়ামী লীগ ইস্যুতে পিছু হটলো এসএমপি

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রকাশ্যে থাকার প্রতিরোধের সিদ্ধান্ত থেকে পিছু হটলো সিলেট মেট্রোপলিটন পুলিশ। তীব্র সমালোচনার মুখে ২৮ সেপ্টেম্বরের অফিস আদেশের ১৩ নম্বর সিদ্ধান্তে ২ দিন পর পরিবর্তন করেছে এসএমপি।

গত ২৮ সেপ্টেম্বর স্মারক নং কঃ অপঃ (এসএমপি) ৮৬২৯ এর মাধ্যমে ১৩ নম্বর আদেশ হিসেবে বলা হয়, এসএমপির আওতাধীন কোনো এলাকায় আওয়ামী লীগ কিংবা এর অঙ্গসংগঠনের কেউ প্রকাশ্যে থাকতে পারবে না। এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা থানার অফিসার ইনচার্জদের (ওসি) দেওয়া হয়েছিল। পাশাপাশি, এসি, এডিসি ও ডিসিগণকে পুরো প্রক্রিয়াটি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল।

আজ ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টার দিকে এসএমপির ফেসবুক পেজে অফিস আদেশের আংশিক অংশ স্ক্যান করে একটি পোস্ট করা হয়। তাতে লেখা আছে, নিষিদ্ধ ঘোষিত দলের কার্যক্রম নিয়মিত মনিটরিং করতে হবে এবং প্রকাশ্যে যেন কোনো মিছিল/মিটিং করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হলো। এসি, এডিসি, ডিসিগণ এ বিষয়টি তদারকি করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এসএমপি এলাকার অধিকাংশ পরিচিত ও অচেনা আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে গেলেও কর্মী-সদস্যরা প্রকাশ্যে অবস্থান করছিলেন।