• অক্টোবর ২, ২০২৫
  • শীর্ষ খবর
  • 2
চন্ডিপুল থেকে দুই যুবককে আটক করেছে র‌্যাব

নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে প্রাইভেটকারসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটের সময় চেকপোস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে শাহীন মিয়া (৩৫) ও একই উপজেলার মাহাড়পুর গ্রামের মো. তৌহিদ মিয়ার ছেলে আলম মিয়া (২৫)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, চন্ডিপুলে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এসময় একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। এসময় প্রাইভেটকার থামিয়ে দুই যুবক কৌশলে পালানোর চেষ্টা করে।

বিষয়টি টের পেয়ে র‌্যাব সদস্যরা তাদেরকে আটক করে। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওই দুই যুবক হবিগঞ্জের মাধবপুর থেকে গাঁজা সংগ্রহ করে সিলেট শহরে নিয়ে আসছিল বলে র‌্যাবের মিডিয়া অফিসার জানিয়েছেন।