• অক্টোবর ২, ২০২৫
  • লিড নিউস
  • 2
সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

নিউজ ডেস্কঃ সিলেট মহানগরসহ জেলার বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

বৃহস্পতিবার বিকাল থেকে নগরীর চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়। ভক্তদের উপস্থিতি ও বিদায়বেলার বিষাদঘন পরিবেশে মণ্ডপে মণ্ডপে প্রতিমা বিদায়ের ধ্বনি বাজতে থাকে।

পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসবের সূচনা হয়েছিল গত রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে। পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছর সিলেট জেলায় মোট ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে মহানগরে সার্বজনীন ১৪২টি ও পারিবারিক ২০টি মণ্ডপ এবং জেলায় সার্বজনীন ৪২৭টি ও পারিবারিক ২৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এবারের দুর্গাদেবীর আগমন ঘটে গজে অর্থাৎ হাতির পিঠে। গজে আগমনকে শস্য-শ্যামলা পৃথিবীর প্রতীক হিসেবে ধরা হয়। আর বিজয়া দশমীতে দেবীর প্রস্থান ঘটে দোলায় চড়ে।

দশমীর দিনে সিঁদুর খেলার মাধ্যমে দেবীকে বিদায় জানানো হয়। এ সময় অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশ কামনায় প্রার্থনা করেন হিন্দু ধর্মাবলম্বীরা। বিজয়া উপলক্ষে নগরীতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। দর্পণ বিসর্জন ও দেবী আরাধনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দুর্গোৎসবের সব আনুষ্ঠানিকতার। উল্লেখযোগ্য বিষয় হলো এবারের দুর্গোৎসবে সিলেটে প্রথমবারের মতো মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিমা বিসর্জন ও শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয়েছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশের বিশেষায়িত ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। নিরাপত্তায় ব্যবহার করা হয়েছে ড্রোন, হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হটলাইন নম্বর। পাশাপাশি সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ে কাজ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের সাইবার টিম।

সব মিলিয়ে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সিলেটে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব।