• অক্টোবর ৭, ২০২৫
  • শীর্ষ খবর
  • 5
আওয়ামী লীগ নেতা ফরহাদ বক্স গ্রেফতার

নিউজ ডেস্কঃ সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ বক্স (৬১)–কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় সিলেটের আখালিয়া বাজারস্থ নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি আখালিয়ার পূর্বাশা এফ/৩ এলাকার বাসিন্দা এবং মৃত হাজী চুনু মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরহাদ বক্স কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতারি পরওয়ানাভূক্ত আসামী ছিলেন ফরহাদ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।