- অক্টোবর ১০, ২০২৫
- শীর্ষ খবর
- 41
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে দীর্ঘদিন ধরে আন্তঃউপজেলা ইয়াবা ও বিদেশি মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আহসান হাবিব ওরফে আহসানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আহসান উপজেলার শিমুলতলা গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের ছেলে। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
তাহিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সুশংকর পাল জানান, থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আহসানকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আহসানের বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদক, দ্রুত বিচার আইন ও সংঘর্ষসহ পাঁচটি মামলা এবং সুনামগঞ্জ সদর মডেল থানায় আরেকটি মামলাসহ মোট ছয়টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগ রয়েছে, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চন্দ্রপুর এলাকার কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী শাহজাহান ওরফে তোতলা শাহজাহান চক্রের মাধ্যমে আহসান দীর্ঘ এক যুগ ধরে ইয়াবা ও বিদেশি মদের কারবার পরিচালনা করে আসছিলেন। তিনি শিমুলতলা, বারহাল, গুটিলা, মানিগাঁও, সীমান্ত গ্রাম মাহারাম, বারেকটিলা, কড়ইগড়া, রাজাই, চাঁনপুর, রজনীলাইন, বড়ছড়া, বাদাঘাটের কামড়াবন্দ, মোল্লাপাড়া, ঘাগটিয়া, লাউড়গড়সহ বিভিন্ন এলাকায় স্থানীয় এজেন্টের মাধ্যমে ইয়াবা বিক্রি ও সরবরাহের নেটওয়ার্ক গড়ে তোলেন।
এ ছাড়া, সম্প্রতি ঘাগটিয়া গ্রামের জাদুকাটা নদীতীরবর্তী এলাকায় কয়েকজন সহযোগীকে নিয়ে একাধিক দরিদ্র পরিবারের বসতভিটা থেকে খনিজ বালি লুটের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক ব্যবসার মূল নেটওয়ার্ক হিসেবে কাজ করছিলেন আহসান।
তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে, তবে তার সহযোগীদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
