• অক্টোবর ২১, ২০২৫
  • শীর্ষ খবর
  • 4
কানাইঘাটে কাভার্ড ভ্যানভর্তি ভারতীয় চা পাতার চালান আটক

নিউজ ডেস্কঃ জকিগঞ্জ থেকে সিলেট আসার পথে কাভার্ড ভ্যানভর্তি ভারতীয় চা পাতার চালান আটক করেছে পুলিশ।

কানাইঘাট থানা পুলিশ ৩নং দিঘীরপাড় ইউনিয়নের সাতবাক মাদ্রাসার সামনে চেকপোস্ট বসিয়ে এ চোরাচালান আটক করে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানান, গত রাত (২১ অক্টোবর) ২টার সময় কাভার্ড ভ্যানসহ ওই ভারতীয় চা পাতা আটক করা হয়। এতে মোট ৮০ বস্তায় ৪ হাজার কেজি চা পাতা রয়েছে, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

এ সময় চা পাতা বহনকারী কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়।

অনুসন্ধানের পর এ চোরাচালানের মালিকের নাম সংযুক্ত করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ।