• অক্টোবর ২৯, ২০২৫
  • লিড নিউস
  • 3
ওসমানী বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বোর্ডিং ব্রিজে ধাক্কা : লন্ডনগামী ফ্লাইট বিলম্বিত

নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়। ফলে বিপাকে পড়েছেন ২৬২ জন যাত্রী।

বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী ফ্লাইট বিজি-২০১-এর সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বোর্ডিং ব্রিজটি বিমানের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগার পর নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটি পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ সিলেটে পাঠানো হয়েছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, দুর্ঘটনায় বিমানের ইঞ্জিনের কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকৌশলীরা বিষয়টি পর্যালোচনা করছেন—আর কোনো ক্ষতি হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। বিমানের ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।