- অক্টোবর ২৯, ২০২৫
- লিড নিউস
- 2
নিউজ ডেস্কঃ জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে মোহাম্মদ আলী ওরফে আল আমিন (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জাফলং ইউনিয়নের আহারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।
স্থানীয় একাধিক সূত্র ও পুলিশ জানায়, আহারকান্দি গ্রামের বাজারে দোকানের পেছনের জমি নিয়ে আল আমিন ও স্থানীয় নুর হোসেনের লোকজন সংঘর্ষে জড়ায়। এ সময় আল আমিনের পেটের ডান দিকে বল্লম দিয়ে সজোরে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, গ্রামের বাজারে একটি দোকানের পেছনের জমি দখল নিয়ে সকালে দু’পক্ষের সংঘর্ষ হয়। এ সময় বল্লম দিয়ে আল আমিনের পেটের যান পাশে আঘাত করে প্রতিপক্ষের লোকজন। এতে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত দু’জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে পরবর্তী পদক্ষেপে যাবে পুলিশ।
