• অক্টোবর ২৯, ২০২৫
  • শীর্ষ খবর
  • 2
জৈন্তাপুরে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার

নিউজ ডেস্কঃ জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (২৯ অক্টোবর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল মহাসড়কের কদমখাল এলাকার শাপলা বিলের প্রবেশমুখে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজন দেবের নেতৃত্বে পুলিশ সদস্যরা একটি বস্তার ভিতরে থাকা দুইটি কার্টুনে মোট ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী দুই ব্যক্তি বস্তা ফেলে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক দুই মাদক কারবারির পরিচয় শনাক্ত করা হয়েছে। উদ্ধার করা মদের বাজারমূল্য প্রায় ৯৬ হাজার টাকা।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’