- নভেম্বর ১, ২০২৫
- শীর্ষ খবর
- 5
নিউজ ডেস্কঃ নগরের বনকলাপাড়া এলাকায় চা বাগান সংলগ্ন এলাকা থেকে গলাকাটা অবস্থায় এক তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সুবিদবাজার বনকলাপাড়া এলাকার চা বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সংশ্লিষ্ট থানা পুলিশকে জানায়। খবর পেয়ে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতালে যায়।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ওই তরুণীকে গলাকাটা অবস্থায় চা বাগানের পাশে থেকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতাল পাঠায়। সে এখন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছে।
তিনি বলেন, তার গলায় কাটা চিহ্ন রয়েছে। কথা বলতে পারছেন না। ইশারা ইঙ্গিতে জানিয়েছে তার বাড়ি হবিগগঞ্জ, তার বাবা গলা কাটছে। একটি মোবাইল নাম্বারও দিয়েছে সে। তরুণীটি বনকলাপাড়া এলাকার বাসিন্দা নন। তার নাম ও পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
স্থানীয় বনকলা পাড়ার বাসিন্দারা জানান, সকালে বৃষ্টির মধ্যেই স্থানীয় কয়েকজন চা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। পথে তরুণীটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় গভীর আঘাতের চিহ্ন ছিলো। পরে তারা পুলিশকে জানিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায়।
