- নভেম্বর ৪, ২০২৫
 - জাতীয়
 - 5
 
			          নিউজ ডেস্কঃ সংসদ নির্বাচনে জোট করলে নিজ দলের প্রতীকেই সংশ্লিষ্ট প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, এমন বিধান এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করেছে সরকার।
সোমবার (০৩ নভেম্বর) রাতে এ অধ্যাদেশ জারি করা হয়। যদিও বিধানটির বিরোধিতা করেছে বিএনপিসহ ১২ দলীয় জোট।
তবে এনসিপি, জামায়াতসহ বিভিন্ন দল বিধানটির পক্ষে অবস্থান নিয়েছে। এর আগে ২০ অক্টোবর আরপিওতে এমন সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদনের পরপরই দলগুলো তাদের অবস্থান জানায়।
সংশোধনীতে বলা হয়েছে, একাধিক দল জোটবদ্ধ হয়ে প্রার্খী দিলে তাকে নিজ দলের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। অর্থাৎ বড় দলের সঙ্গে কোনো ছোট দল জোট করলে এবং ছোট দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি আর আগের মতো বড় দলের প্রতীকটি পাবেন না।
