- নভেম্বর ৭, ২০২৫
- শীর্ষ খবর
- 3
হবিগঞ্জ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনের ঘোষণা দিয়ে পতিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।
জেলার অন্য তিনটি আসনে প্রার্থী চূড়ান্ত করলেও নবীগঞ্জ-বাহুবলকে ফাঁকা রেখেছে বিএনপি। এমন পরিস্থিতিতে রেজা কিবরিয়ার নির্বাচন করার ঘোষণা জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে।
গত ৩ নভেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২৩৭ আসনের সঙ্গে হবিগঞ্জ-২, ৩ ও ৪ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ঘোষিত হয়- হবিগঞ্জ-২ আসনে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন হবিগঞ্জ-৩ মো. জি কে গউছ, হবিগঞ্জ-৪ এসএম ফয়সল।
তবে অনিশ্চয়তায় থাকে হবিগঞ্জ-১। এ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া, সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুসহ আরও কয়েকজন।
এর মধ্যে হঠাৎ রেজা কিবরিয়ার প্রাথমিক সদস্যপদ নেওয়া এবং নির্বাচনের ঘোষণা সমীকরণ পাল্টে দেয়। কয়েকদিন আগে তিনি দলের ফরম পূরণ করেন দাবি করলে এরপরই তার মনোনয়ন প্রাপ্তির জোরালো আলোচনা শুরু হয়।
দীর্ঘদিন ধরে এ আসনে বিএনপির সম্ভাব্য মুখ হিসেবে দেখা হচ্ছিল শেখ সুজাত ও ছাবির আহমেদ চৌধুরীকে। স্থানীয় নেতাকর্মীরাও তাদের ঘিরেই প্রস্তুতি নিচ্ছিলেন। তবে রেজা কিবরিয়ার মাঠে নামা মনোনয়ন ঘিরে নতুন জল্পনা তৈরি করেছে। অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরাও লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষে লড়েছিলেন।
বিএনপিতে যোগদানের বিষয়ে তিনি বলেন, আমি প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। দু-এক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগ দেব। অবশ্যই ধানের শীষে নির্বাচন করব।
রেজা কিবরিয়ার নির্বাচন করার ঘোষণার পর প্রতিক্রিয়ায় হবিগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছাবির আহমেদ চৌধুরী বলেন, এ বিষয়ে বিএনপি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। মনোনয়ন নিয়ে শেষ কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, আমরা বছরের পর বছর এলাকায় থেকে দলের জন্য কাজ করেছি, তাজা রক্ত ঝরিয়েছি। সামনে ও এলাকার সঙ্গেই থাকব। তারেক রহমান যে যোগ্যতাগুলো বিবেচনায় নেন- সেগুলো আমার রয়েছে বলেই আমি আশাবাদী।
হবিগঞ্জ-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন, পুরুষ ২ লাখ ৩৩ হাজার ১৬, নারী ২ লাখ ২৮ হাজার ২৬৮ জন। নির্বাচন কমিশন ইতোমধ্যে ১৭৭টি কেন্দ্র ও ৯০৫টি ভোটকক্ষ চূড়ান্ত করেছে।
