• নভেম্বর ৭, ২০২৫
  • লিড নিউস
  • 3
সিলেট-৪ আসনে আরিফুল হকের মনোনয়ন ঘিরে স্থানীয় বিএনপিতে বিদ্রোহের সুর

নিউজ ডেস্কঃ সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর-গোয়াইনঘাট) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে বিদ্রোহের সুর বেজে ওঠেছে। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে আরিফুল হক চৌধুরীকে এ আসনের প্রার্থী ঘোষণা করা হলেও, স্থানীয় মনোনয়ন প্রত্যাশী ও গোয়াইনঘাট উপজেলার কয়েকবারের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন। শুক্রবার স্থানীয় বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এ পরিস্থিতি স্পষ্টভাবে উঠে আসে।

আবদুল হাকিম চৌধুরী দীর্ঘদিন ধরে মাঠে প্রচেষ্টা চালিয়ে আসছিলেন মনোনয়নের জন্য। তিনি দীর্ঘদিন ধরে আরিফুল হক চৌধুরীর নিরব সমর্থক হিসেবেও পরিচিত। এই আসনের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের স্ত্রী জেবুন্নাহার সেলিম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সহ স্থানীয় অন্য নেতারা।

মনোনয়ন ঘোষণার পর হাকিম চৌধুরীর অনুসারীরা বিভিন্ন উপজেলায় প্রতিবাদ জানাতে শুরু করেছে। তারা মিছিল বের করে স্লোগান দিয়েছে, ‘মানি না মানবো না, লোকাল ছাড়া মানি না’ এবং ‘মানি না মানবো না, হাকিম ছাড়া মানি না।’ এ মিছিলগুলিতে স্থানীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং দলের মধ্যে বিদ্রোহের আভাস দিয়েছেন।

অন্যদিকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আরিফুল হক চৌধুরী সিলেটে ফিরে মনোনয়ন প্রত্যাশীদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন। এছাড়া তিনি প্রয়াত বিএনপি সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করেছেন। এ পদক্ষেপের মাধ্যমে তিনি স্থানীয় নেতাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন।

এদিকে শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোয়াইনঘাটে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, ‘নির্বাচনে সিলেট-৪ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন মাঠের প্রকৃত জিয়ার সৈনিকই পাবেন। তাই নেতাকর্মীদের গুজবে বিভ্রান্ত হওয়া থেকে বিরত থাকতে হবে।’

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এই মনোনয়ন চূড়ান্ত নয় বলেও দাবি করে, তা পরিবর্তনের দাবি করেন।

প্রসঙ্গত, দেশের ২৩৮টি আসনের মনোনয়ন ঘোষণার আগে আরিফুল হক চৌধুরী সিলেট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরে কেন্দ্রীয় সিদ্ধান্তে সিলেট-৪ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করেছে। সূত্র: ইমজা নিউজ