- নভেম্বর ১০, ২০২৫
- শীর্ষ খবর
- 30
নিউজ ডেস্কঃ জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) জিয়া সাইবার ফোর্সের চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল ও মহাসচিব সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ জেলা আহবায়ক জিয়া সাইবার ফোর্স আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটির আহবায়ক হয়েছেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং সদস্য সচিব হয়েছেন সাইফুল ইসলাম। কমিটির অন্যান্য পদধারীরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক ইব্রাহিম খলিল তুহিন, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, মো. রেদওয়ান উদ্দিন, মো. মহিম উদ্দিন, ও মো. ফখরুল ইসলাম। কমিটির সদস্য পদে আছেন তোফাজ্জল হোসেন, মনোয়ার হোসেন, মাহমুদ হোসেন হাসান তালুকদার, বাবু মিয়া।
আগামী ৩০ দিনের মধ্যে সুনামগঞ্জ জেলার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৬০ দিনের মধ্যে সুনামগঞ্জ জেলার অধীনস্থ শাখা সমূহের আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেছে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কমিটি।
নবগঠিত সিলেট মহানগর শাখার আহবায়ক কমিটির সদস্য সচিব হয়েছেন সাইফুল ইসলাম বলেন, এই কমিটির নেতৃবৃন্দ তাদের মেধা, সাংগঠনিক দক্ষতা এবং পেশাদারিত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে আশা করছি। সর্বোপরি আমাদের কার্যক্রমের মাধ্যমে আমরা দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করবো।
