- নভেম্বর ১০, ২০২৫
- লিড নিউস
- 2
নিউজ ডেস্কঃ সিলেট মহনগরীর শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী-অস্থায়ী টিকা কেন্দ্রের পাশাপাশি দরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদের মাঝে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইনের অংশ হিসেবে সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে সিলেট মহানগরীর জিন্দাবাজার, চৌহাট্টা ও বন্দরবাজার এলাকায় জন্মনিবন্ধনবিহীন পথশিশু ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ১৫ বছরের কম বয়সীশিশুদের টাইফয়েড টিকা প্রদান করা হয়। এ কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।
পথশিশুদের মাঝে টিকাদান কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট নভোজ্যোতি দেব, সিসিকের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল মুমিত, ভ্যাকসিনেটর আব্দুল খালেক।
গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া টিকাদান ক্যম্পেইনে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার ৫২২ জন শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকার আওতায় আনা হচ্ছে। ইউনিসেফ ও ওয়ার্ল্ড হেল্থ প্রোগ্রামের আওতায় মাসব্যাপী এই টিকাদান কর্মসূচিতে মহানগরীর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেক নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা প্রদান চলমান রয়েছে।
