- নভেম্বর ১৬, ২০২৫
- শীর্ষ খবর
- 4
নিউজ ডেস্কঃ সিলেটে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজার থেকে মিছিলটি বের হয়ে চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়েছে।
সিলেটবাসীর ব্যানারে ছাত্র-জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আগের দিন শনিবার দিবাগত রাতে সিলেটে অন্তত দুটি গাড়িতে আগুন দেওয়া ঘটনা ঘঠেছে। ১৬ ও ১৭ নভেম্বর সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দিয়েছে শাটডাউন কর্মসূচি।
এই কর্মসূচিকে ঘিরেই সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উস্কানিতে আগুন দেওয়া ঘটনা বলে প্রবল ধারণা তাদের।
এর প্রতিবাদে অনুষ্টিত বিক্ষোভ মিছিলে শ্লোগানের ভাষা ছিল এমন, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘অ্যাকশন অ্যাকশন, ডায়রেট অ্যাকশন’, ‘সান্ডা না আনোয়ার, সান্ডা সান্ডা’ ইত্যাদি।
