• নভেম্বর ১৭, ২০২৫
  • শীর্ষ খবর
  • 3
চা-শ্রমিকদের সাথে খন্দকার মুক্তাদির

নিউজ ডেস্কঃ সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির পাশে পেয়ে উল্লসিত চা-শ্রমিকরা।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় হঠাৎ খাদিমের চা বাগানগুলোতে গিয়ে উপস্থিত হন তিনি। সবার সাথে আলাপ ও খোশগল্পে তাদের মনের কথা শুনেন।

খন্দকার মক্তাদির চা শ্রমিকদের পাশে বসে গল্পে মেতে উঠেন। কথা বলেন নানা বিষয়ে।

চা শ্রমিকদের সকালের বাস্তবতার মধ্যে সবাইকে নিয়ে সেলফিতে মেতে উঠেন তিনি।

ভোরের আলো ফোটার সাথে সাথে চা শ্রমিকরা কাজে বেরিয়ে পড়েন। তারা মাইলের পর মাইল হেঁটে চা পাতা তোলার জন্য বাগানে যান। শ্রমিকরা ন্যুনতম মজুরি ও অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারা উন্নত বেতন, রেশন, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধার দাবিতে প্রতিনিয়ত আন্দোলন করতে হয় বলে জানান খন্দকার মুক্তাদিরকে।

এসময় তিনি বলেন, ‘চা -শ্রমিকদের সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। শ্রমিকরা যাতে স্বাস্থ্যকর পরিবেশে কাজ ও বসবাস করতে পারেন সেজন্য কাজ করবো আমরা। বেতন, রেশন বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, চাকরির নিশ্চয়তায় ও স্থায়ীভাবে জমি বরাদ্দসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি।’

এসময় সাথে ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও যুগ্ম সম্পাদক জাহেদ আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।