• নভেম্বর ১৭, ২০২৫
  • শীর্ষ খবর
  • 3
মাকে হত্যা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে ২০ বছর পর কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে মাকে গলা কেটে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফজল মিয়াকে ২০ বছর পর আটক করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ তাকে কারাগারে পাঠায়। দণ্ডপ্রাপ্ত ফজল মিয়া নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের মৃত আশ্বব আলীর ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর পারিবারিক কলহের জেরে মা আঙুরা বেগমকে গলা কেটে হত্যা করে ফজল। ঘরের ভেতর দেহ ও বাইরে মাথা রেখে তিনি পালিয়ে যায়। এ ঘটনায় আঙুরার অপর ছেলে আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় হত্যা মামলা করে। পরে আদালত ফজলকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

রোববার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব। সোমবার দুপুরে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, র‌্যাবের হাতে হস্তান্তরের পর আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।