- নভেম্বর ২৫, ২০২৫
- বিজ্ঞপ্তি
- 5
নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) বাদ আছর সিলেটে দরগাহ হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য নগবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, নুরুল মুমিন খোকন, ডাঃ আশরাফ আলী, আফজাল উদ্দিন ও রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, আক্তার রশিদ চৌধুরী, রেজাউল করিম আলো ও মঞ্জুরুল হাসান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, মো. রফিকুল ইসলাম রফিক ও দেওয়ান জাকির, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক – ডাঃ এম এ হক বাবুল, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফয়েজ আহমদ মুরাদ, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক সবুর আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, কৃষি বিষয়ক সম্পাদক মফিজুর রহমান জুবেদ, ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক মিজান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, রেজাউর রহমান রুজন ও সাব্বির আহমদ, সহ প্রচার সম্পাদক আলী হায়দার মজনু, সহ যুব বিষয়ক সম্পাদক রুবেল বক্স, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রানা, সহ পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ রাজন, সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সবুর রাসেল, সহ কৃষি সম্পাদক রাজিব কুমার দে, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সায়েম, সদস্য সুহেল আহমদ, চান মিয়া বাচ্চু, রাসেল আহমদ খান, মঈন খান, মতিউর রহমান শিমুল, নুরুল হক রাজু ফরহাদ আহমদ, জাহেদ আহমদ, রিয়াজ আহমদ সুমন ও মোঃ হারুনুর রশিদ প্রমুখ।
দোয়া মাহফিলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, জিয়াউর রহমানের ছোট ছেলে ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলীসহ সকল গুম কৃত নেতাকর্মী ও সাধারণ মানুষকে ফিরে পাওয়াসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
