- নভেম্বর ২৫, ২০২৫
- লিড নিউস
- 6
নিউজ ডেস্কঃ সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যা মামলার যুক্তিতর্ক বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) আসামিদের পক্ষে যুক্তি-তর্কের দিন ধার্য ছিল। কিন্তু ছয় আসামির মধ্যে কেবল একজন আদালতে হাজির হওয়ায় যুক্তি-তর্কের দিন পেছানো হয়।
রায়হান হত্যা মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, সিলেট মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এ মামলার ধার্য তারিখ ছিল আজ (মঙ্গলবার)। এদিন আসামিদের উপস্থিতিতে যুক্তিতর্ক হওয়ার কথা। আসামিরা উপস্থিত না হওয়ায় আদালতে শুনানি হয়নি। আদালতের ধার্য তারিখ থাকা সত্ত্বেও হাজিরা হননি মামলার প্রধান আসামি পুলিশের বরখাস্ত উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া।
এ মামলার ছয় আসামির একজন ব্যতীরেকে অন্য কেউই হাজির হননি। বর্তমানে পুলিশের সাবেক এএসআই আশেক এলাহী কারাবরণ করছেন। তিনি শুধু আদালতে হাজিরা দিয়েছেন। বাকিরা উপস্থিত না হওয়ায় আদালত আগামীকাল তারিখ ধার্য করেছে।
বুধবার আসামিদের পক্ষে যুক্তি-তক উপস্থাপন শেষে মামলার রায়ের তারিখও ধার্য করা হতে পারে।
গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে জামিনের আদেশ পেয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান এই হত্যা মামলার প্রধান আসামি বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ-উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়া। পরে চেম্বার জজ আদালত তাঁর জামিন স্থগিত করে আত্মসমর্থনের নির্দেশ দেন। কিন্তু তিনি আর আত্মসমর্পণ করেননি।
এ বিষয়ে মামলার আইনজীবী আবুল ফজল আরও বলেন, ১৪ আগস্ট হাইকোর্টের চেম্বার জজ আদালত এসআই আকবরের জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু তিনি (আকবর) হাজির হননি।
২০২০ সালের ১০ অক্টোবর দিনগত রাতে এসএমপির কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে নির্যাতন করা হয়। পরদিন সকালে গুরুতর অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
