• নভেম্বর ২৮, ২০২৫
  • শীর্ষ খবর
  • 2
সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়া পুনঃনির্ধারণ

নিউজ ডেস্কঃ সিলেট-ঢাকা আকাশপথে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির অভিযোগ ও যাত্রীদের তীব্র ক্ষোভের মুখে অবশেষে ভাড়া কমিয়ে নতুন করে নির্ধারণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রবিবার (২৩ নভেম্বর) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন ভাড়া কার্যকর হওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান সবসময় যাত্রীবান্ধব নীতি অনুসরণ করে। তারই অংশ হিসেবে ঢাকা-সিলেট রুটের সর্বনিম্ন ভাড়া ২ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ট্যাক্সসহ দাঁড়াবে ৩ হাজার ১৯৯ টাকায়। আর সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৪ টাকা, ট্যাক্সসহ মোট ৮ হাজার ১৯৯ টাকা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও জানায়, দেশের অভ্যন্তরীণ মোট যাত্রীর মাত্র ২৭ শতাংশ তারা পরিবহন করে-বাকি ৭৩ শতাংশ পরিবহন করে অন্যান্য এয়ারলাইন্স। প্রতিযোগিতা, বাজারচাহিদা ও সময় অনুযায়ী অন্য এয়ারলাইন্স ভাড়া বাড়ালেও সিলেট-ঢাকা রুটে বর্তমানে বিমানের ভাড়াই সর্বনিম্ন দাবি করেছে সংস্থাটি। পাশাপাশি, অভ্যন্তরীণ রুটে যাত্রীসেবা টিকিয়ে রাখতে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ ভর্তুকি দিতেও হচ্ছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, বুধবার (২৬ নভেম্বর) বিমান কর্তৃপক্ষ প্রেরিত তথ্যের ভিত্তিতে সিলেট-ঢাকা-সিলেট রুটে যাত্রীসেবা উন্নয়ন ও বাজার পরিস্থিতি বিবেচনায় ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।