• ডিসেম্বর ৪, ২০২৫
  • বিজ্ঞপ্তি
  • 4
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ১১নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

নিউজ ডেস্কঃ সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিলেট মহানগরীর ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৩ ডিসেম্বর বাদ আসর নগরীর মধুশহীদ (রিকাবীবাজারের পার্শ্ববর্তী) জামে মসজিদে এবং বাদ মাগরিব দক্ষিণ কাজলশাহ (চাঁন মিয়া) জামে মসজিদে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব মিফতাহ সিদ্দিকীর উপস্থিতিতে বেগম জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মসজিদের ইমাম গন বিশেষ মোনাজাত পরিচালনা করেন ।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ সিদ্দিকী মাহফিলে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় আজীবন লড়ে গেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য সমগ্র দেশবাসী প্রার্থনা করছে।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির উপদেষ্টা আলাউদ্দীন বাদশা, বর্ষীয়ান রাজনীতিবীদ আব্দুল হান্নান, সিলেট বিভাগ সকশিসের আহবায়ক লে. মনিরুল ইসলাম মনির, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব খসরুজ্জামান খসরু, মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মোঃ কবির আহমদ, মহানগর বিএনপির সদস্য মাহবুবুর রহমান মন্তাজ, দক্ষিণ কাজলশাহ আঞ্চলিক কমিটির আহ্বায়ক আফছার হোসেন, ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোজাহিদ খাঁন গোলশান, ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আজমল হোসেন, হানিফ আহমদ চৈাধুরী, সিলেট মহানগর যুবদলের সহ–সভাপতি মালেক আহমদ, মহানগর বিএনপির সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক ও ১১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আবু সাঈদ মোঃ তাইফ, ১১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, জনাব কিবরিয়া আহমদ, ১১নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ মোহাইমিন শহীদ রাহী, আনহার মিয়া, আব্দুর রহিম মতছির, কাউছার হোসেন রকি, ইসরাক আহমদ প্রমুখ ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় আয়োজনের সাথে জড়িত সকলকে ১১নং ওয়ার্ড বিএনপির পক্ষথেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেক্ষ্য গতকাল ১১নং ওয়ার্ডের ভাতালিয়া, লালাদীঘির পাড়, বিলপার জামে মসজিদে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় আগামিতে চলমান ১১নং ওয়ার্ড বিএনপির অন্তর্গত আঞ্চলিক কমিটি সমূহের দোয়া মাহফিলঃ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আসর নোয়াপাড়া জামে মসজিদ, বাদ এশা কুয়ারপার জামে মসজিদ । এতে সকলের উপস্হিতি ও দোয়া কামনা কর করা হয়েছে