- ডিসেম্বর ৬, ২০২৫
- শীর্ষ খবর
- 3
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে সুজিনা আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত সুজিনা সদর উপজেলার পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে।
চাপা দেওয়া ট্রাকটি পুলিশ আটক করেছে এবং মোটরসাইকেলচালক তরুণ তার লাশ রাস্তার পাশে ফেলে রেখে চলে যান।
মোটরসাইকেলের পেছনে বসে হবিগঞ্জ শহরের দিকে আসার পথে পোদ্দারবাড়ি ফিলিং স্টেশনের কাছে ছিটকে পড়ার পর পেছন থেকে আসা ট্রাক মেয়েটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলচালক হঠাৎ মোড় নেওয়ায় তিনি ছিটকে পড়েন। মারা যাওয়ার পর মোটরসাইকেলচালক ছেলেটি তরুণীর লাশ রাস্তার মাঝ থেকে সরিয়ে কিনারায় রেখে সটকে পড়েন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন জানিয়েছেন, মোটরসাইকেল ও ট্রাকচালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে চাপা দেওয়া ট্রাকটি পুলিশ আটক করেছে।
