- ডিসেম্বর ৯, ২০২৫
- শীর্ষ খবর
- 2
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় কাকাইলছেও বাজার ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম. রেজাউল করিম আদেশ দেন।
এতে বলা হয়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা থেকে বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত সংঘর্ষ-প্রবণ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় সময়সীমা বাড়ানো হতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাকাইলছেও এলাকার কুমেদপুরের হান্নান মিয়া গ্রুপ এবং সরকারহাটি এলাকার আল কোরান সওদাগর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কাকাইলছেও বাজারে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ২০ জন আহত হন এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পুনরায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত অর্ধশতাধিক আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। এ সময় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম রাসেল মিয়া। তিনি কুমেদপুর গ্রামের বাসিন্দা।
