- ডিসেম্বর ১১, ২০২৫
- শীর্ষ খবর
- 4
নিউজ ডেস্ক: আইডিয়া’র উদ্যোগে এবং আইএফইএস-এর সহযোগিতায় “ইনক্লুসিভ ভোটার এডুকেশন”র আওতায় সিলেটে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে আইডিয়ার প্রধান কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়ার পরিচালক (প্রোগ্রাম) নাজিম আহমদ।
তিনি ভোটার শিক্ষা প্রকল্পে মিডিয়ার সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণ এই প্রকল্পের প্রভাব বিস্তারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির। তিনি বলেন, এবারের নির্বাচন অত্যন্ত তাৎপর্য্যপূর্ণ। সাংবাদিকরা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করছেন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতি জাতির উচ্চ প্রত্যাশা রয়েছে। একইসাথে জনগণ ভোট প্রদানের জন্য উদগ্রীব হয়ে আছেন। সাংবাদিকরা ভোটারদের প্রত্যাশার চিত্র তুলে ধরে সঠিক তথ্য সরবরাহে কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্টানে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের সার্বিক রূপরেখা উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী এ কে আজাদ। তিনি প্রকল্পের লক্ষ্য, সময়সূচি, কার্যক্রম ও আইডিয়া এবং দাতা সংস্থা আইএফইএস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ভোটার শিক্ষায় সাংবাদিকদের অংশগ্রহণ ও ভূমিকাকে শক্তিশালী করা, এবং প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও লক্ষিত জনগোষ্ঠীর প্রেক্ষাপট উপস্থাপন করা। প্রকল্পের কর্ম এলাকা হিসেবে নির্ধারিত হয়েছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী জনগোষ্ঠী ও নারী চা শ্রমিকদের বসবাসকারী অঞ্চল। কর্মশালায় সাংবাদিকরা গণতন্ত্র, নির্বাচন এবং অন্তর্ভুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং নিজ নিজ মতামত তুলে ধরেন। কর্মশালাটি ছিল তথ্যবহুল, অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ। সাংবাদিকদের মতামত, অভিজ্ঞতা ও সমর্থন প্রকল্পের ভবিষ্যৎ কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত করবে। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
