• ডিসেম্বর ১৩, ২০২৫
  • লিড নিউস
  • 3
হাদির ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিএনপির প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সিলেটে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করা হয়। এই মিছিলে নেতৃত্ব দেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গনি আরেফিনসহ জেলা মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

এই মিছিলে জামাত-শিবির বিরোধী স্লোগান দেন সিলেট বিএনপির নেতাকর্মীর। সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় শহীদ মিনারে গিয়ে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা ওসমান হাদীর গুলিবিদ্ধের ঘটনায় নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। ‘জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ ‘ আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব ন ‘ স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’ ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’ সহ স্লোগান দিয়ে ওসমান হাদীর উপর হামলার ঘটনার প্রতিবাদ জানান।

সমাপনী সমাবেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গতকাল দুপুরে হামলার শিকার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানানো হয়। পাশাপাশি গত ৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার ঘটনারও সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।