• ডিসেম্বর ১৯, ২০২৫
  • শীর্ষ খবর
  • 2
সিলেটের করিম উল্লাহ-সিটি হার্ট মার্কেট থেকে ৪শত মোবাইল উদ্ধার

নিউজ ডেস্কঃ সিলেটের অন্যতম প্রধান একটি সমস্যা হচ্ছে স্মার্ট ফোন চুরি। প্রায় প্রতিদিনই সিলেট মহানগরী এবং আশাপাশ এলাকায় কারো না কারো ফোন চুরি হচ্ছে। এসব চোরাই মোবাইলের দুটি আড়তের সন্ধান পেয়েছে পুলিশ।

দুটিই কোতোয়ালী মডেল থানার বন্দরবাজার এলাকায়। একটি সিটি হার্ট মার্কেটে অপরটি করিম উল্লাহ মার্কেটে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল বৃহস্পতিবার দক্ষিণ সুরমার মোমিনখলায় তানভীরের বাসায় অভিযান চালিয়ে মো. সুজ্জাত (২৭) এর হেফাজত থেকে ৩৮টি বৈধ কাগজপত্রহীন চোরাই মোবাইল ফোন উদ্ধার ও সুজ্জাতকে আটক করে।

একই দিন ভোর ৪টায় মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ী জৈনপুরের ডি বøকের ৪নং বাসায় অভিযান চালিয়ে মো. আব্দুস শহিদ ও তার ভাতিজা আকরাম আলীকে (২১) আটক করেন।

এসময় তাদের বসতঘরের বিভিন্ন কক্ষ থেকে ২৬টি মোবাইল ফোন, ২টি পেনড্রাইভ, ৮টি স্ক্রু-ড্রাইভার এবং ১টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করে।

শহিদ ও আকরামের স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন সকাল সাড়ে ১০টায় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারের সিটি হার্ট শপিং সেন্টারের ২য় তলায় অবস্থিত ‘তোহা টেলিকম’এ অভিযান চালিয়ে ২০৪টি বৈধ কাগজপত্র বিহীন চোরাই মোবাইল উদ্ধার করা হয় যারা বাজার মূল্য প্রায় ২৮ লাখ ৩৫ হাজার টাকা। এছাড়াও চোরাই মোবাইল বিক্রয় থেকে পাওয়া আরও প্রায় সাড়ে ৯ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

এদিন বিকাল ২টায় করিম উল্লাহ মার্কেটের ৩য় তলায় অবস্থিত ‘স্মার্টফোন গ্যালারী’তে অভিযান চালিয়ে দোকানের কর্মচারী ফারুক আহমদ (৩৪) এর উপস্থিতিতে ১৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃত আব্দুস শহীদের বিরুদ্ধে এসএমপি’র বিভিন্ন থানায় খুন, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে।

 

তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।