- ডিসেম্বর ১৯, ২০২৫
- শীর্ষ খবর
- 2
নিউজ ডেস্কঃ দুবৃত্তের গুলিতে শহীদ ওসমান হাদীর লাশ দেশে নিয়ে আসা হয়েছে। প্রতিবাদে উত্তাল সারাদেশ। সিলেটেও চলছে তুমুল প্রতিবাদ।
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাজার আয়োজন করেছে সিলেট জেলা শাখা জুলাই যোদ্ধা সংসদ।
শনিবার (২০ ডিসেম্বর) সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টের কালেক্টরেট মসজিদের সামনে বাদ যোহর এ গায়েবানা জানাজা অনুষ্টিত হবে।
জানাজায় দল-মত-নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জুলাই সংসদ সিলেট জেলা শাখার আহŸায়ক লিটন আহমেদ ও সদস্য সচিব নোমান আহমেদ।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাদিকে বহনকারী বিমান। ইনকিলাব মঞ্চ জানায়, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
