- ডিসেম্বর ২৬, ২০২৫
- শীর্ষ খবর
- 3
জৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর থেকে বিলাল মিয়া (৩৮) ও কবির আহমদ (৩২) নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তাদের দাবি, বিলাল ও কবির মাদক ব্যবসায়ী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতেহপুর ইউনিয়নের হরিপুর হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিলাল মৌলভীবাজারের জুড়ি থানার মনতৈল গ্রামের মৃত বাচ্চু মিয়া ও কবির বড়লেখা থানার চান্দগ্রামের ছমির উদ্দিনের ছেলে। তাদের দুজনের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল ও ৪৪ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় জনগণ ফেনসিডিল ও ইয়াবাসহ তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
