- ডিসেম্বর ২৬, ২০২৫
- জাতীয়
- 2
নিউজ ডেস্কঃ শহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার দুপুরে শাহবাগে অবস্থান নেওয়ার পর রাতে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি বলেন, তারা সারা রাত শাহবাগেই থাকবেন। অবস্থানকারীদের জন্য কম্বল আনা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, ওসমান হাদি জীবিত থাকাকালে বস্ত্রহীন মানুষের জন্য এসব কম্বল কিনেছিলেন, তবে তা বিতরণ করে যেতে পারেননি। কর্মসূচি শেষ হলে ওই কম্বল বস্ত্রহীনদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।
আবদুল্লাহ আল জাবের বলেন, সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। শুধু উপদেষ্টাদের উপস্থিতি নয়, হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী এবং তাদের ভারতে পালাতে সহায়তাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান চলবে।
অবরোধ চললেও আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য একটি পরীক্ষায় অংশগ্রহণকারীদের চলাচলে বাধা দেওয়া হবে না বলে জানান তিনি। আল জাবের বলেন, সকাল ৯টা থেকে চারপাশে অবস্থান নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। তবে অবরোধ প্রত্যাহার করা হবে না।
ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগেই শাহবাগে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল ইনকিলাব মঞ্চ। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ জুমার নামাজের পর নেতা–কর্মীরা শাহবাগে অবস্থান নেন এবং পরে টানা অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতাদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেয়। বিকেলে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে এসে অবস্থানে যোগ দেওয়ার জন্য দেশের জনগণের প্রতি আহ্বান জানায়।
সন্ধ্যায় শাহবাগে অবস্থানরত ওসমান হাদির ভাই শরিফ ওমর বিন হাদি বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যেতে তারা বাধ্য হবেন। প্রয়োজনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না এবং পরিস্থিতি খারাপ হওয়ার আগেই রাষ্ট্রকে বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।
এ সময় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শহিদ হাদি হত্যার সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ার প্রশ্ন নেই।
তিনি বলেন, আজ শাহবাগ অবরোধ করা হয়েছে এবং আগামীকালও তা অব্যাহত থাকবে। সারা দেশ থেকে মানুষ কর্মসূচিতে যোগ দিতে আসছে বলেও জানান তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের মুখ ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন। তিনি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ ছিলেন এবং আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন।
