• ডিসেম্বর ২৮, ২০২৫
  • শীর্ষ খবর
  • 4
হবিগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১ নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা উপজেলার আমান উল্যাপুর মাদরাসা মাঠ সংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, সিরাজুল ইসলাম আমান উল্যাপুর গ্রামের হাজী করিম হোসেনের ছেলে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় অভিযুক্ত।

এসআই মাসুদ রানা বলেন, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।