- ডিসেম্বর ২৮, ২০২৫
- লিড নিউস
- 5
নিউজ ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যাকারীদের বিচারের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে সিলেট নগরীর চৌহাট্টায় ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি ও সিলেটের ব্যানারে সড়কে অবস্থান নিয়ে হত্যাকারীদের বিচার দাবিতে সিলেটে সর্বাত্মক অবরোধ পালন করা হচ্ছে।
অবরোধ কর্মসূচিতে আসা বিক্ষোভকারীরা জানান, দেশের সব বিভাগীয় শহরে একযোগে এ কর্মসূচী পালন করা হচ্ছে। ওসমান হাদীর হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সকলেই উৎকণ্ঠিত। সরকার এই হত্যার বিচারে টালবাহানা করছে। হাদি হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং আগামী তিন দিনের মধ্যে চার্জশিট ও ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন করতে হবে বলেও হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা। বিচারিক কার্যক্রম ত্বরান্বিত না হওয়ার আগ পর্যন্ত রাজপথে তাদের অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তারা।
বিক্ষোভকালে হাদী হত্যার বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। এসময় সিলেট নগরীর গুরুত্বপূর্ণ চৌহাট্টা এলাকায় বিশাল যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এরআগে শনিবারও একই স্থানে দুপুর থেকে রাত পর্যন্ত বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় গন্তব্যে ফিরছিলেন হাদি। রাজধানী বিজয়নগরে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন হাদি।
