- ডিসেম্বর ৩০, ২০২৫
- শীর্ষ খবর
- 3
নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট মহানগর বিএনপি। শোকের অংশ হিসেবে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ সাত দিনব্যাপী শোক কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টার দিকে সিলেট মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় উদ্যোগে কালো পতাকা উত্তোলন করা হয়। এ সময় মহানগর বিএনপির নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেন। নেতারা জানান, আগামী সাত দিন ধরে তারা এই কালো ব্যাজ ধারণ করে শোক পালন করবেন।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা প্রয়াত নেত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র, জাতীয়তাবাদ ও স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক। স্বৈরশাসন ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামে তিনি আজীবন অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশের মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রীই নন, তিনি ছিলেন সমগ্র জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর নেতৃত্বে বাংলাদেশ একাধিকবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। দুঃসময়ে আপস না করে দৃঢ় অবস্থান নেওয়ার সাহস তাঁকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
বক্তারা বলেন, তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। জাতি হারালো একজন সাহসী ও দূরদর্শী নেতৃত্বকে। এই শোক শুধু বিএনপির নয়, এটি সমগ্র জাতির শোক। বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন আগামী প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে। তাঁর ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন নেতৃত্বকে গণতন্ত্র রক্ষায় অনুপ্রাণিত করবে। তারা প্রয়াত নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, সিনিয়র সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, সহসভাপতি মিছবাহ উদ্দিন, সহসভাপতি মাহবুব কাদির শাহী, সহসভাপতি মঈন উদ্দিন সোহেল, সহসভাপতি ডা. আশরাফ আলী, সহসভাপতি নুরুল মোমিন খোকন, সহসভাপতি আমির হোসেন, সহসভাপতি আফজাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, নাজিম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শুয়াইব আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী মতি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাংগঠনিক সম্পাদক জাকির মজুমদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, এয়ারপোর্ট থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান রাব্বি প্রমুখসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং আগামী সাত দিনব্যাপী শোক পালন করবে বিএনপি।
