• ডিসেম্বর ৩০, ২০২৫
  • শীর্ষ খবর
  • 10
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমজাসের গভীর শোক

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট (এমজাস)।

এক শোকবার্তায় এমজাসের আহবায়ক মাসুদ আহমদ রনি ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সাহসী, আপোষহীন ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবিচল অবস্থান রেখেছেন।

নেতৃদ্বয় আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশ এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

এমজাস নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।