• জানুয়ারি ৪, ২০২৬
  • শীর্ষ খবর
  • 6
পারিবারিক বিরোধে ইটের আঘাতে বড় ভাই খুন, সহোদর আটক

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ইট দিয়ে মাথায় আঘাত করে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাইকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৯, সিসিপি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে রোববার (৪ জানুয়ারি) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিহতের নাম জুনায়েদ মিয়া (২৪)। তার ছোট ভাইয়ের নাম ওবায়েদ উল্যাহ (১৮)।

তারা লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের পশ্চিম বামৈ গ্রামের আবুল খায়েরের ছেলে। ওবায়েদকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুনায়েদের বিয়ের পর তাকে পরিবার থেকে আলাদা করে দেন আবুল খায়ের। এরপর স্ত্রীকে নিয়ে জুনায়েদ শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

গত শুক্রবার (২ জানুয়ারি) নিজ বাড়িতে ফিরে ঘর নির্মাণ করে স্ত্রীকে নিয়ে সেখানে থাকার কথা বললে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই ওবায়েদ ইট দিয়ে জুনায়েদের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর কাছে পৌঁছালে তিনি মারা যান।
শুক্রবার রাতেই মরদেহ হবিগঞ্জ সদর মডেল থানায় আনা হলে পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনার পর র‌্যাবের একটি দল ছায়া তদন্তে নামে। পরে শনিবার (৩ জানুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ওবায়েদ উল্যাহকে আটক করা হয়। পরে তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আটক ওবায়েদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।