• জানুয়ারি ৪, ২০২৬
  • শীর্ষ খবর
  • 5
সিলেট-৬ আসনে বিএনপির আরেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

নিউজ ডেস্কঃ সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম রবিবার (৪ জানুয়ারি) দুপুরে যাচাই–বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পরদিন প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য ঘাটতি পূরণ করা হলে রিটার্নিং কর্মকর্তা কার্যালয় তা পর্যালোচনা করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

উল্লেখ্য, সিলেট-৬ আসনে বিএনপির দলীয় নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন ফয়সল আহমদ চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত নির্বাচনে একজনই অংশ নেবেন। কে প্রার্থী হিসেবে চূড়ান্ত হবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি; বিষয়টি দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।