- জানুয়ারি ৫, ২০২৬
- খেলাধুলা
- 2
নিউজ ডেস্কঃ সিলেট নগরীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান পর্বের বাকি ম্যাচগুলোতে নিরাপত্তা সেবা দিতে পুলিশের সক্ষমতার সীমাবদ্ধতার কথা জানানো হয়েছে। সিলেট বিভাগের পুলিশ সদস্যরা জাতীয় নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে মাঠপর্যায়ের বিভিন্ন প্রান্তিক এলাকায় মোতায়েন থাকবেন—এমন কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
গত (০৪ জানুয়ারি) এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর সই করা চিঠিটি বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর কাছে পাঠানো হয়। এতে বলা হয়, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের পরবর্তী ম্যাচগুলোতে পুলিশি নিরাপত্তা প্রদান সম্ভব নয়। চিঠিতে বিসিবিকে বিকল্প নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নির্বাচনি নিরাপত্তা ঘিরে পুলিশের ব্যস্ততা বেড়েছে। অপরাধ দমন অভিযান ও অস্ত্র উদ্ধারের মতো কার্যক্রমে চাপ তৈরি হলেও প্রথম পর্বে বিপিএলের নিরাপত্তা দায়িত্ব সুচারুভাবে পালন করা হয়েছে। দ্বিতীয় পর্বের ম্যাচ ঘোষণার সময়ই বিসিবিকে বিকল্প নিরাপত্তা ব্যবস্থা নিতে জানানো হয়েছিল।
তিনি বলেন, আজ সোমবার (০৫ জানুয়ারি) ম্যাচেও পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল। বিকেল থেকে স্টেডিয়ামে আনসার সদস্যরা মোতায়েন হবে। তিনি জানান, যতসংখ্যক আনসার মোতায়েন করা হবে, সমপরিমাণ পুলিশ সদস্যকে স্টেডিয়াম থেকে নির্বাচনি দায়িত্বে সরিয়ে নেওয়া হবে। আগামী ম্যাচগুলোতে পুলিশ ও আনসার যৌথভাবে নিরাপত্তা নিশ্চিত করবে।
