- জানুয়ারি ৫, ২০২৬
- শীর্ষ খবর
- 2
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে অপহরণের শিকার এক মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব-৯ ও র্যাব-৭ এর যৌথ অভিযানিক দল। এ ঘটনায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গহরপুর এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন এলাকায় পৃথক অভিযানে প্রধান আসামি মো. রুবেল মিয়াকে (২১) গ্রেফতার করে র্যাব। তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া শিক্ষার্থী দোয়ারাবাজার উপজেলার জান্নাত (রা.) মহিলা মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। গত ২৬ নভেম্বর সকালে মাদরাসায় যাওয়ার পথে রুবেল মিয়া ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের চাচা দোয়ারাবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং এরই ধারাবাহিকতায় ২ জানুয়ারি প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
আসামি গ্রেফতারের দুই দিন পর রোববার ভোরে ছাতক উপজেলার গহরপুর এলাকা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিক্ষার্থী ও গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
