- জানুয়ারি ৮, ২০২৬
- শীর্ষ খবর
- 2
নিউজ ডেস্কঃ সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যখন সমাজে নীতি-নৈতিকতার ঘাটতি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। অন্যায় প্রতিযোগিতা, দুর্নীতি ও স্বার্থপরতা সমাজে গভীরভাবে শিকড় গেড়ে বসেছে।
তিনি বলেন, যে দেশে দুর্নীতি বেশি, সে দেশ কখনোই প্রকৃত উন্নতির পথে এগোতে পারে না। একটি সমাজ যেখানে প্রতিটি মানুষ দেশপ্রেমিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
দুর্নীতি নয়, সততা হবে আমাদের শক্তি। স্বার্থ নয়, দেশপ্রেম হবে আমাদের চালিকা শক্তি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার ভোগশাইলস্থ শাহপিন উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল উদ্দিন বিএসসির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লুনা এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পাঠ্যবইয়ের শিক্ষা আমাদের জ্ঞান দেয়, কিন্তু সেই জ্ঞানকে অর্থবহ করতে হলে প্রয়োজন মূল্যবোধ ও নীতিবোধের শিক্ষা।
আজকের শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং দেশপ্রেম, মানবিকতা ও সততার আলোকে নিজেদের গড়ে তুলতে হবে।
লুনা বলেন, আমাদের তরুণ প্রজন্মকে বুঝতে হবে, বিদেশে যাওয়ার প্রবণতা যতই থাকুক না কেন, প্রকৃত শক্তি অর্জিত হয় সুশিক্ষা ও যোগ্যতার মাধ্যমে। আগে নিজেদের যোগ্য করে তুলতে হবে, তারপরই বিশ্বে প্রতিযোগিতা করার ক্ষমতা আসবে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষানুরাগী মো. লেচু মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান, আনসার আলী এবং ফিরোজা খাতুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, রাগিব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, বুনন সম্পাদক কবি খালেদ উদ-দীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গৌছ খান, হাবিবুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী মনির মিয়া মঈনুল, জসিম উদ্দিন খান।
এ সময় শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
