• জানুয়ারি ৮, ২০২৬
  • লিড নিউস
  • 3
সিলেটেও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

নিজস্ব প্রতিবেদঃ সপ্তাহখানেক ধরে সিলেটের বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সরবরাহ সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রান্নার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের সরবরাহ সংকট চরম পর্যায়ে। ক্রেতাদের অভিযোগ, খুচরা পর্যায়ের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতি সিলেটে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এদিকে ১২ কেজির সিলিন্ডারের দাম সরকার নির্ধারিত ১ হাজার ২৫৩ টাকা থেকে বেড়ে জায়গা ভেদে ১৬শ’ থেকে ২ হাজার টাকায় পৌঁছেছে। তাই সিলেটে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে গত এক সপ্তাহে সিলেট জেলায় ৪টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অভিযানে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সিলেট নগরী ও বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করছে জেলা ও উপজেলা প্রশাসন।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার মোমিনখলাস্ত ঢাকা-সিলেট বাইপাস রোডের গ্যাস ডিপো এমএস বিএইচডি অক্সিজেন ডিপোতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এসময় অক্সিজেন ডিপোতে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির কারণে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার রেজাই রাব্বি। তিনি গণমাধ্যমকে জানান, গ্যাস সিলিন্ডার বিক্রিতে অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ পাওয়া গেছে। তবে মালিক না থাকায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কেবল জরিমানা আদায় করা হয়েছে। তবে এ ব্যাপারে আগামীতে প্রশাসন আরও কঠোর হবে।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেটের জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব। এসময় তিনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি দায়ে দুইজন ডিস্ট্রিবিউটরকে জরিমানা করেন। সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব জানান, অভিযানে অতিরিক্ত দামে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য তালিকা সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে যাচাই করা হয়। এসময় দেখা যায় সরকার কর্তৃক নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য ১ হাজার ৩০৬ টাকা নির্ধারিত থাকলেও গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। এ অপরাধে ভোক্তা আইনে দুইটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা স্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অপরদিকে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ না করার কারণে রান্নার গ্যাসের ওপর নির্ভরশীল সাধারণ মানুষ, হোটেল – রেস্তোরা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে বাসা বাড়িতে থাকা গৃহিণীরা বেশি বিপাকে পড়েছেন। সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার বাসিন্দা হুসনেআরা বেগম বলেন, দোকানে গেলে বলে গ্যাস সিলিন্ডার নাই । ৫ দোকান খোঁজে গিয়ে এক দোকানে গিয়ে সিলিন্ডার গ্যাস পেয়েছি। ১৬৫০ টাকা দিয়ে ১২ কেজির সিলিন্ডার কিনেছি।

এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি কারণ জানতে চাইলে বেশ কয়েকজন খুচরা বিক্রেতা বলেন, আমরা ডিলারের কাছ থেকে বেশি দামে কিনেছি তাই আমাদের বিক্রি করতে হচ্ছে বেশি দামে। সরকারি দামে যদি কিনতে না পারি বিক্রি করবো কিভাবে। এখানে আমাদের কিছু করার নেই।

এ ব্যাপারে সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া বলেন, এলপিজি গ্যাস বিক্রিতে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগের ব্যাপারে আমরা অভিযান পরিচালনা করছি। গত এক সপ্তাহে সিলেট জেলায় ৪টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ব্যাপারে আমরা ছাড়াও প্রশাসনের পর্যায় থেকে অভিযান পরিচালিত হচ্ছে।