- জানুয়ারি ৮, ২০২৬
- শীর্ষ খবর
- 1
নিউজ ডেস্কঃ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে। বুধবার ( ৭ জানুয়ারি) ও বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
৪৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবি এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক এবং পান্থুমাই বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, কমলা, মহিষ, শাড়ী, গরু, জিরা, চিনি, চকলেট, শীতের কম্বল, কসমেটিকস সামগ্রী, চা-পাতা, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন, শিং মাছ ও চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া অবৈধ পাথর পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ আটক করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭০০ টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
