• জানুয়ারি ১০, ২০২৬
  • শীর্ষ খবর
  • 3
সিলেটে বিজিবির শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্কঃ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সীমান্তবর্তী নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গরীব, অসহায় ও দুস্থ জনগণের মাঝে মোট ৫০০টি কম্বল বিতরণ করা হয়।

বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ কালাসাদেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, পিএসসি, উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, সিলেট। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ নাজমুল হক, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তবর্তী এলাকার শীতার্ত মানুষের কষ্ট লাঘবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।