- জানুয়ারি ১০, ২০২৬
- লিড নিউস
- 2
নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন। সফরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তিনি। এই সফরের মধ্য দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তিনি।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, সিলেট সফরটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে এবং এ সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অনিবার্য কারণেই উত্তরবঙ্গ সফর আপাতত স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে নতুন সময়সূচি জানানো হবে।
তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জরুরি বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকেন্দ্রিক কৌশল এবং দলের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। সূত্র : দিপ্ত নিউজ
