- জানুয়ারি ১৩, ২০২৬
- শীর্ষ খবর
- 2
নিউজ ডেস্কঃ সিলেটে শতাধিক ঠোঁট কাটা, তালুকাটা এবং আগুনে পোড়া রোগী বিনামূল্যে প্লাস্টিক সার্জারির কার্যক্রম শুরু করেছে রোটারি ক্লাব অব জালালাবাদ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে।
‘৯ম রোটাপ্লাস্ট মিশন টু সিলেট, বাংলাদেশ’ শিরোনামে সম্পূর্ণ বিনামূল্যে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রোগী বাছাই প্রক্রিয়া শুরু হয়।
বুধবার (১৪ জানুয়ারি) থেকে আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) পর্যন্ত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চলবে বাচাইকৃত রোগীদের বিনামূল্যে অপারেশন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রোটাপ্লাষ্ট প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার সোয়েব আহমদ মতিন এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন রোটারি ক্লাব অব জালালাবাদের পিডিজি প্রিন্সিপাল আতাউর রহমান পীর, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী জুয়েল, রোটাপ্লাস্ট মিশনের মেডিকেল ডিরেক্টর টড ফার্নওয়ার্থ, মিশন ডিরেক্টর টেড এলেক্স, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর মেজর জেনারেল (অব.) ডা. সৈয়দ ইফতেকার উদ্দিন, শেভরন বাংলাদেশের সোশ্যাল ইনভেস্টমেন্ট ম্যানেজার একেএম আরিফ আকতার, সেভরনের গ্যাস প্লান্ট সুপারিনটেনডেন্ট আবু হেনা মোহাম্মদ হাসানুজ্জামান, রোটারি ক্লাব অব জালালাবাদের সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়েছ আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. তাফহিম আহমেদ রিফাত, সহকারী পরিচালক আবু তারেক রাসেল, জালালাবাদ ক্লাবের পিপি রোটারিয়ান হানিফ মোহাম্মদ, পিপি মো. মঞ্জুর আল বাছেত, রোটারিয়ান হাবিব আল নূর, রোটারিয়ান আক্তার আহমেদ, রোটারিয়ান পিপি মালিক হুমায়ুন, রোটারিয়ান পিপি আলী আশরাফ চৌধুরী খালেদ, রোটারিয়ান মাছুমা চৌধুরী, রোটারিয়ান রীনা রানী কর্মকার, রোটারিয়ান নিতীশ সূত্রধর, রোটারিয়ান রুনা খান।
রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে ও সেভরনের অর্থায়নে হল্যান্ড, মিশর এবং আমেরিকার ২৫ জন সার্জন ঠোঁট কাটা, তালুকাটা এবং আগুনে পোড়া রোগীদের প্লাস্টিক সার্জারি করবেন। আয়োজকরা জানান, ইতোমধ্যে ১১৩ জন রেজিস্ট্রেশন করেছেন। রেজিস্ট্রেশনকৃত রোগীদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। তাদের মধ্যে থেকে যাদের সার্জারি জরুরি তাদের আগে অপারেশন করা হবে। এবং পর্যায়ক্রমে সকলের অপারেশন সম্পন্ন হবে।
রোটারি ক্লাব অব জালালাবাদের সামগ্রিক ব্যবস্থাপনায় এবং যুক্তরাষ্ট্রের রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের মাধ্যমে সিলেট অঞ্চলের ঠোঁটকাটা, তালুকাটা এবং আগুনে পোড়া রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারি চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে আসছে। এই উদ্যোগের আওতায় ইতোমধ্যে আটটি অপারেশন কার্যক্রম সিলেটে সম্পন্ন হয়েছে। এতে ৬৮৭ জনের অধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
রোটারি ক্লাব অব জালালাবাদের পিডিজি প্রিন্সিপাল আতাউর রহমান পীর বলেন, এবার নিয়ে আমরা সিলেটে নবম বারের মত রোটাপ্লাস্ট মিশন করছি। বিগত আট বছর যাবত রোটারি ক্লাব অব জালালাবাদের সার্বিক ব্যবস্থাপনায় এবং যুক্তরাষ্ট্রের রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের মাধ্যমে সিলেট অঞ্চলের ঠোঁটকাটা, তালুকাটা এবং আগুনে পোড়া রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারি সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে আসছি। রোটাপ্লাস্টের ৮টি মিশনে প্রায় ৭০০ রোগীর সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও চিকিৎসাসেবা দিয়ে আমরা তাদের মুখে হাসি ফুটিয়েছি।
রোটারি ক্লাব অব জালালাবাদের সেক্রেটারি রোটারিয়ান মিজানুর রহমান বলেন, ঠোঁট কাটা, তালু কাটা ও বার্ন–পোড়া মানুষের কষ্ট আমরা দেখি, কিন্তু সবাই পাশে দাঁড়াতে পারি না। কারণ এই রোগী চিকিৎসা অনেক ব্যয়বহুল। এই ব্যয়বহুল চিকিৎসা সেবা সিলেট অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে এনে দিয়েছে রোটারি ক্লাব অব জালালাবাদ। সেভরনের অর্থায়নে ও রোটাপ্লাস্টের সহযোগিতায় এ বছর হল্যান্ড, মিশর এবং আমেরিকার ২৫ জন সার্জন সিলেটের রোগীদের চিকিৎসা সেবা দিবেন। রোটাপ্লাস্ট বিশ্বব্যাপী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে। এরই অংশ হিসেবে সিলেটে ৯ম রোটাপ্লাস্ট মিশনে ঠোঁটকাটা, তালুকাটা এবং আগুনে পোড়া রোগীদের প্লাস্টিক সার্জারি সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে।
