- জানুয়ারি ১৪, ২০২৬
- শীর্ষ খবর
- 4
নিউজ ডেস্ক: প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৭ ব্যাচের সংগঠন ‘রক্তের বন্ধন সমাজকল্যাণ সংস্থা’ এর পক্ষ থেকে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ১২৫ জন চা শ্রমিককে কম্বল দেওয়া হয়।
রক্তের বন্ধন সমাজকল্যাণ সংস্থার নতুন সভাপতি সৈয়দ বদিউজ্জামান ফয়সালের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবপুর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী।
সংগঠনের নতুন সাধারণ সম্পাদক তানজিল আহমেদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ডা. রাজীব দাস, সাবেক সাধারণ সম্পাদক পাভেল চৌধুরী, সাবেক সহ-সভাপতি সালেহ আহমেদ মিসবাহ , বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুল ইসলাম পাঠান , কোষাধ্যক্ষ মো. বদরুজ্জামান, যুগ্ম সম্পাদক মো. তানভীর হোসেন , সাংগঠনিক সম্পাদক ফরিদউদ্দিন জামান, সদস্য রায়হান আকাশ প্রমুখ।
রক্তের বন্ধন সমাজকল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ বদিউজ্জামান ফয়সাল বলেন, আমাদের সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়। চা শ্রমিকরা দারিদ্র সীমার নিচে বসবাস করেন। তাই এই তীব্র শীত নিবারণের জন্য চা শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করি। আমাদের ক্ষুদ্র সহযোগিতা পেয়ে তাদের মুখে এত সুন্দর হাসি ছিল, সত্যিই এটা অন্যরকম অনুভূতি। ভবিষ্যতে আমাদের সংগঠনের পক্ষ থেকে সুরমা চা বাগানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করার পরিকল্পনা আছে।
