- জানুয়ারি ১৬, ২০২৬
- বিজ্ঞপ্তি
- 4
নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, নেতৃত্ব মানে কেবল ক্ষমতায় থাকা নয়, সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর নামই প্রকৃত নেতৃত্ব। আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সেই বিরল নেতা, যিনি রাষ্ট্রক্ষমতার বাইরে থেকেও রাজনীতির গতিপথ প্রভাবিত করতে পেরেছেন।
দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় প্রশ্নে তাঁর অবস্থান বরাবরই স্পষ্ট ছিল। তাঁর রাজনীতির মূল লক্ষ্যই ছিল ‘সবার আগে বাংলাদেশ’। দেশ ও মানুষের স্বার্থ ক্ষুণ্ন করে বেগম জিয়া কোনোদিন কোনো সিদ্ধান্ত নেননি। তাঁর রাজনৈতিক দর্শন আজ সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত।
এই আদর্শকে ধারণ করেই বিএনপি আগামী দিনের বাংলাদেশ গড়ার পথে এগোতে চায়। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপি আয়োজিত এই কর্মসূচি গতকাল শুক্রবার বিকাল ৩টায় বিয়ানীবাজার পিএইচজি স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশাল মাঠে জনতার তিল ধারণের ঠাঁই ছিল না। মোনাজাতের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা, জিয়া পরিবারের প্রত্যেক সদস্যের নিরাপত্তা ও সুস্থতা কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও উন্নতি কামনায় মোনাজাত করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা। বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের পরিচালনায় সভা ও মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমেদ চেয়ারম্যান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মুন্না, আমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কুটি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বাবর চৌধুরী, এম এ হাসনাত জামিল, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহসান জামিল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান চৌধুরী, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ কুড়ার বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ মেম্বার,লাউতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, নাজিম উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশীদ আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মুয়াজ্জিন হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মামুন আহমদ,মাথিউরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আব্দুর রাজ্জাক, তিলপারা ইউনিয়ন বিএনপির হোসেন আহমদ মেম্বার চারখাই ইউনিয়ন বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক বরাবর আহমদ, শেওলা ইউনিয়ন বিএনপির ফখরুল ইসলাম, মুড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা মাহবুবুর রহমান, খসরুল আলম আসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, জানে আলম, সুমন আহমদ, লিমন আহমদ, ওলিউর রহমান তারেক,খন্দকার রুহুল আমিন, সিলেট জেলা যুবদলের সদস্য এবি কালাম, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ওলিউর রহমান, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রায়হান আহমদ,সাংগঠনিক সম্পাদক আবিদ রাজা,দুবাগ কলেজ ছাত্রদল সভাপতি নাজিম উদ্দিন।
দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম। এছাড়া উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
