• জানুয়ারি ১৬, ২০২৬
  • শীর্ষ খবর
  • 3
সিলেটের সেই অগ্নিকান্ডের ঘটনা সাম্প্রদায়িক নয়, দুর্ঘটনা

নিউজ ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাম্প্রতিক সময়ে একটি পরিবারের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটজনিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডের ঘটনাটি নিছক একটি দুর্ঘটনা হলেও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক ঘটনা হিসাবে প্রচার করা হচ্ছে বলে সিলেট জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।

ঘটনার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ৪টার দিকে গোয়াইনঘাট থানাধীন ৭নং নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামের বাসিন্দা মৃত বীরেন্দ্র কুমার দেবের ছেলে বিকাশ রঞ্জন দেব (৪৫) বসতবাড়িতে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। এই ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই গোয়াইনঘাট থানাপুলিশ ভিকটিম পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে।

প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে, অগ্নিকাণ্ডটি সম্পূর্ণভাবে বৈদ্যুতিক শর্ট-সার্কিটজনিত দুর্ঘটনা। এ বিষয়ে ভিকটিম পরিবারের পক্ষ থেকেও কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার বলেন, ‘সিলেট জেলা পুলিশ সংশ্লিষ্ট সকলকে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে অনুরোধ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল ও উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য বলা হয়েছে।’