- জানুয়ারি ১৯, ২০২৬
- শীর্ষ খবর
- 3
নিউজ ডেস্কঃ সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতিটিকে আর বাঁচানো গেল না। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হাতিটি মারা গেছে।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান ও চিকিৎসার দায়িত্বে থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানান, সোমবার দুপুরে দিকে হাতিটি মারা যায়।
তিনি বলেন, সোমবার খাদ থেকে উদ্ধারের পর হাতিটিকে আমরা মালিকের কাছে হস্তান্তর করেছিলাম। কিন্তু গুরুতর আহত হওয়ায় তাকে ওই এলাকা থেকে সরানো সম্ভব হয়নি। সেখানেই সে আজকে মারা যায়।
অধ্যাপক সুলতান আহমদ জানান, ট্রেনের ধাক্কায় খাদে পড়ে মেরুদণ্ডে আঘাত পাওয়ায় হাতিটির পেছনের অংশ অসাড় হয়ে গিয়েছিল। ফলে প্রাণীটিকে ওঠানোও সম্ভব হয়নি।
তিনি বলেন, আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছিলাম। হাতিটির চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজ নিতে ঢাকা থেকে বন বিভাগের কর্মকর্তা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকও আসেন। তবে সব চেষ্টা বিফল করে দিয়ে দুপুরে হাতিটি মারা যায়।
চিকিৎসাসংশ্লিষ্টরা জানান, একই স্থানে দীর্ঘক্ষণ পড়ে থাকায় প্রাণীটির পেট ফুলে গিয়েছিল।
এ বনকর্মকর্তা জানান, গত শনিবার রাতে সিলেট নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে রেললাইন-সংলগ্ন একটি খাদে পড়ে ছিল হাতিটি। পরে রোববার দুপুরে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রাণিসম্পদ কার্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দলের প্রচেষ্টায় হাতিটিকে উদ্ধার করে ডাঙায় তোলা হয়। এরপর থেকে প্রাণীটি সেখানেই ছিল।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, হাতিটির মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কামরুল ইসলাম।
কয়েক দিন আগে হাতিটি সিলেটের একটি বিয়ের অনুষ্ঠানে আনা হয়েছিল। গত শনিবার রাত ১০টার দিকে হাতিটি নিয়ে মাহুত শিববাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সেটি খাদে পড়ে যায়। এ সময় হাতির মাহুতও আহত হন। পেছনের পায়ে ও মেরুদণ্ডে আঘাত পাওয়ায় হাতিটি আর উঠে দাঁড়াতে পারেনি।
